,

চুনারুঘাট পৌর কৃষকদলের সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী কৃষকদল চুনারুঘাট পৌর শাখার উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে উপজেলা অস্থায়ী কার্যালয়ে পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সারোয়ার নেওয়াজ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, শহীদ জিয়ার আদর্শকে অক্ষুন্ন রাখতে কৃষকদলের নেতাকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বর্তমান পৌর নির্বাচনে বিএনপির নামধারী একটি সন্ত্রাসী মহল বিভিন্ন সময় নির্বাচন আসলে বিএনপির পরিচয়ে নানা ধরনের অপকর্ম চালিয়ে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে। গতকাল দুপুরে নাজিম উদ্দিন সমসু তার ভাই সালাহ উদ্দিন আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে কিছু সংখ্যক ছাত্রদল, যুবদল সহ বিএনপির নেতাকর্মীকে পুলিশ দিয়ে পিঠানোর নিন্দা ও প্রতিবাদ জানান। তাই সকল জাতীয়তাবাদী শক্তিকে দলের সুরায় ষড়যন্ত্রকারীদের হাত থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাখন মিয়া, আকছির আহমদ, মোঃ আব্দুল মোতালিব, কৃষকদল নেতা মোতাব্বির খন্দকার, আব্দুল জলিল, ফুল মিয়া, রঞ্জু, আব্দুল আহাদ, তৌফিক মিয়া, যুবদল নেতা আবু তাহের, বাচ্চু মিয়া, সাইফুল ইসলাম, জামাল, ছাত্রদল নেতা আবুল খায়ের, মোঃ শাহীন, আব্দুর রব, সোহেল মজুমদার, স্বেচ্ছাবেকদল নেতা আব্দাল, আশিক, রুয়েল, রাসেল মীর প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.