,

তোফাজ্জল সভাপতি-আলমগীর সম্পাদক নবীগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১৭ইং সালের নির্বাচন গত ১১ ডিসেম্বর রবিবার বিকেলে সম্পন্ন হয়েছে। ১৩টি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় ক্লাব কর্তৃক গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ তোফাজ্জল হোসেন(দৈনিক কাজির বাজার) ও সাধারন সম্পাদক পদে মোঃ আলমগীর মিয়া(দৈনিক যায়যায়দিন/দৈনিক এক্সপ্রেস) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচেছন- সিনিয়র সহ- সভাপতি সুবিনয় রায় বাপ্পি(দৈনিক ভোরের কাগজ),যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল আহমেদ(চ্যানেল এস),কোষাধ্যক্ষ আব্দুর রকিব হক্কানী(দৈনিক বিবিয়ানা),নির্বার্হী সদস্য আব্দুল কাইয়ুম আজাদ(দৈনিক এশিয়া) ও শাহ মিজানুর রহমান (দৈনিক জনতা) পদাধিকার বলে। এছাড়া নির্বাহী সদস্য পদে এস আর চৌধুরী সেলিম(দৈনিক সমাচার),আনোয়ার হোসেন মিঠু(দৈনিক সিলেটের ডাক),ফখরুল ইসলাম চৌধুরী(দৈনিক বিবিয়ানা),কালিপদ ভট্রাচায্য(দৈনিক আজকের সংবাদ),আবু তালেব (বৈচিত্র্যময় সিলেট), অলিউর রহমান অলি (দৈনিক দিনকাল) নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক বিবিয়নার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার দৈনিক মানবকন্ঠের নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান। এর পূর্বে বিদায়ী কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম আজাদের সভাপতিত্বে অনুষ্টিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির সাধারন সম্পাদক শাহ মিজানুর রহমান। এসময় নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচছা জানিয়ে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, কালিপদ ভট্রাচার্য্য,আবু তালেব,বাবুল দেব,মুহিবুর রহমান,আব্দুল কাইয়ুম,নুরুজ্জামান ফারুকী,অলিউর রহমান, রুহুল আমিন,সানিউর রহমান তালুকদার,তাজুল ইসলাম,হাবিবুর রহমান চৌধুরী শামীম,শাহ তজম্মুল আলী নিলু, রুমেল আহমেদ,শাহরিয়ার আহমেদ শাওন,তৌহিদ চৌধুরী,ছনি চৌধুরী, ইব্রামি আহমেদ,মোঃ নাবিদ মিয়া প্রমুখ। নতুন কমিটি ২০১৭ইং সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সভায় সদ্য প্রয়াত নবীগঞ্জের প্রবীন সাংবাদিক সৈয়দ মোস্তাকিম আলীসহ নবীগঞ্জের প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.