,

মুরাদ সভাপতি ও মুহিত সম্পাদক নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেস ক্লাবের ২০১৭ইং সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দৈনিক হবিগঞ্জ সময়ের নির্বাহী সম্পাদক মুরাদ আহমদকে সভাপতি এবং দৈনিক ঢাকা নিউজ এর নবীগঞ্জ প্রতিনিধি এম এ মুহিতকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ (দৈনিক সংগ্রাম), যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া (দৈনিক ডেসটিনি), অর্থ সম্পাদক আলী হাছান লিটন (দৈনিক নতুন বার্তা)। নির্বাহী সদস্যরা হলেন- মাষ্টার মোঃ সাদিকুর রহমান (দৈনিক গণকন্ঠ), এডভোকেট ফরিদ শিকদার (দৈনিক কালের ছবি), শেখ সামছুল ইসলাম (দৈনিক বিবিয়ানা ), রিপন দেব (দৈনিক বণিক বার্তা), মহিনূর রহমান ওহি (দৈনিক হবিগঞ্জ সময়) ও মোঃ জসিম তালুকদার (দৈনিক আয়না)। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ প্রেস ক্লাবের কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার মাষ্টার সাদিকুর রহমান আনুষ্টানিক ভাবে বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় প্রেস ক্লাবের অন্যান্যের মধ্যে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী বিভিন্ন পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.