,

নবীগঞ্জের বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও (১১৪) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে নতুন বৎসরের প্রথম দিনে সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই উৎসব অনুষ্ঠানের উদ্ভোধন ও ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। বিদ্যালর প্রধান শিক্ষক সুবিনয় দাশের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.এ মুহিত, ইউপি সদস্য শাহ জুবায়ের আহমেদ, শিক্ষক বিকাশ দেব। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যক্তি এনাম উদ্দিন, কাচন মিয়া, ইউপি সদস্য জাহেদ আহমেদ, গোলাম মর্তুজা স্বপন, ম্যানেজিং কমিটির সদস্য টিপু চৌধুরী, হুমায়ুন কবির বকুল, লেবু মিয়া, অভিভাবক মনি চৌধুরী ময়না মিয়া প্রমূখ। বৎসরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ায় ছাত্র ছাত্রীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.