,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন ও বই বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘নবীগঞ্জ পৌর পরিষদ ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই স্কুল আগামীতে কলেজ রূপান্তরিত হতে পারে।’ তিনি এই স্কুল প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সবাইকে পৌর পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘জয়নগর একটি ঐতিহ্যবাহী এলাকা। নবীগঞ্জ ডিগ্রি কলেজ, হিরা মিয়া গার্লস্ হাই স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জয়নগর থেকেই প্রতিষ্ঠা লাভ করেছিল যা পরবর্তীতে স্থানান্তরিত হয়েছে। আমাদের নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকা শিক্ষা-দীক্ষায় আরও সম্প্রসারিত হবে বলে আমার বিশ্বাস। তিনি অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের ভালো করে লেখা-পড়া করার জন্য যা যা প্রয়োজন, সব ধরণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঠিকভাবে পাঠদানের আহ্বান জানান। তিনি গতকাল ০১ জানুয়ারি ২০১৭ খ্রি. রোজ রবিবার সকাল ১০ঘটিকায় নবীগঞ্জ পৌরসভা কর্তৃক নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী’র সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এবং নবীগঞ্জ হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ডা. তাপস আচার্য্য। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এ.টি.এম. সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম, জয়নগর গ্রামের বিশিষ্ট্য মুরুব্বি সমিজুর রহমান চৌধুরী বাচ্চু, এড. শাহানুর আলম সানু, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ দেব, সাবেক মেম্বার হারুন মিয়া, কাজী মাওঃ হাসান আলী, মোঃ আবু বকর চৌধুরী এহিয়া, আব্দুল মতিন চৌধুরী, সৈয়দ জাহির আলী, ডা. কাজল নাথ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন। পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক আব্দুর রকিব হক্কানী এবং পবিত্র গীতা পাঠ করেন পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, পৌর সচিব মোঃ আজম হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী এম. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, প্রধান সহকারী স্বরাজ মিয়া, টিকাদান সুপার ভাইজার এলেমান আহমেদ চৌধুরী, জুয়েল চৌধুরী, পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক- সমীরণ চক্রবর্ত্তী, রতন কিশোর রায়, মুক্তা রায়, শিল্পী মাহিষ্য দাশ, তাছলিমা বেগম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ মিয়া, মোঃ হায়দার খান, মোঃ আব্দুল আলীম, শাহ ফজলুল করিম, মুজিবুর রহমান চৌধুরী, গৌরাঙ্গ সরকার, অবনী দাশ, মাহমুদুর রহমান চৌধুরী, রুয়েল আহমদ চৌধুরী, গুলজার আহমেদ গাজী, মকবুল হোসেন চৌধুরী, মির্জা ইকবাল হোসেন, সাঙ্গীর আহমেদ চৌধুরী, সুদিন দাশ, মাজেদা বেগম চৌধুরী, শেখ সাইফুল ইসলাম, শাহ আব্দুল আউয়াল, মোঃ মহেব আলী, কাজল মোহণ ঘোষ, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, রসময় চন্দ্র শীল, মোঃ খালিক আহমেদ, মোশাহিদ আলী, সখি চরণ দাশ, নয়ন দাশ, রাসেল আহমেদ কাওসার, উপানন্দ সরকার, শ্রী নন্দ সরকার, জোসেফ আহমেদ চৌধুরী, কানু দাশ, বাচ্চু আহমেদ চৌধুরী, মানিক লাল সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। পরিশেষে, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের নির্ধারিত জায়গায় (জয়নগর এলাকায়) অতিথিবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে পৌর মেয়র একটি সাইনবোর্ড স্থাপন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.