,

নববর্ষ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার ॥ ইংরেজী নববর্ষ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুদীপ্ত রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহসান, ডিআই ওয়ান শাহ গোলাম মর্তুজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আজমিরুজ্জামান, সদর মডেল থানার ওসি মোঃ ইয়াসিনুল হক, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, শাহ ফখরুজ্জামান, সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নুরউজ্জামান চৌধুরী শওকত, শরীফ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি এমএ মজিদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, চ্যানেল ২৬’এর জেলা প্রতিনিধি এসকে সাগর, দৈনিক খোয়াই পত্রিকার রনু বিশ্বাস, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, দৈনিক খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, দৈনিক লোকালয় বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার এম সজলু, সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, আজিজুল ইসলাম সজিব, জাহেদ আলী মামুন, রায়হান আহমেদ মুন্না, আক্তার হোসেন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.