সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলার ছোট উজিরপুর গ্রামে শাবানা আক্তার (৭) নামের এক শিশুকে প্রহার করে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের সুজাত খাঁর কন্যা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের জিরাই মিয়ার পুত্র খুর্শেদ মিয়ার সাথে সুজাত খার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে খুর্শেদ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় সুজাত খার কন্যা শাবানা স্কুলে যাবার পথে সে তাকে বেধড়ক প্রহার করে আহত করে।
Leave a Reply