,

মাধবপুরে নাট মন্দিরে আগুন সাবেক মেম্বার পুত্র গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের নাট মন্দির আগুনে দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক ইউপি মেম্বারের পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) বুল্লা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জালাল মিয়ার পুত্র আলমগীরকে গ্রেফতার করে। ওইদিন দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম উপজেলা সদরে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর রাতে মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের বড় বাড়ির নাট মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বত্তরা। এ ঘটনায় মন্দিরের সেবায়িত অমেরেন্দ্র রায় (বুধু মাষ্টার) বাদি হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য হবিগঞ্জ ডিবি পুলিশ কে দায়িত্ব দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.