,

নবীগঞ্জে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গুল আহমদ কাজল, যুগ্ম আহবায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্ক, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (একাংশ) মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (একাংশ) তোফাজ্জল ইসলাম, সাধারণ সম্পাদক (একাংশ) আলমগীর মিয়া, সাংবাদিক শাহ্ মিজান, আবু তালেব, প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.