লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার গোয়াকাড়া গ্রামে পানি সেচ নিয়ে দুই দল লোকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের দিলবর মিয়ার পুত্র সেলিমের সাথে একই গ্রামের কবির মিয়ার পুত্র আলকাস মিয়ার পানি সেচ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জসিম (২০), জামাল (২৫), ছুরাব (২৭), সুহেল (২৬), কাসেম (২৮), জালাল (৩১), আলমগীর (২৮) ও কাওছার (২৬) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply