,

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান প্রধানমন্ত্রীর ডাঃ মুশফিক চৌধুরীসহ শপথ নিলেন চার জেলার নব-নির্বাচিত চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীসহ শপথ নিয়েছেন সিলেট বিভাগের চার জেলার নব-নির্বাচিত চেয়ারম্যান। গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ে তাদেরসহ নির্বাচিত ৫৯ জন চেয়াম্যানকে শপথ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শপথ নেয়া প্রতিনিধিদের উদ্দেশে দেয়া বক্তব্যে, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ভোগ নয়, জনগণের কল্যাণেই সরকার, যা আজ প্রমাণিত। উন্নয়নের ধারাবাহিকতা যেনো ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখেই কাজ করতে হবে প্রতিনিধিদের। গেলো ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সিলেটে অ্যাডভোকেট লুৎফুর রহমান, সুনামগঞ্জে নুরুল হুদা মুকুট, মৌলভীবাজারে মোঃ আজিজুর রহমান এবং হবিগঞ্জের ডাঃ মুশফিক হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। সিলেটের চার জেলার মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদের ভোট অনুষ্ঠিত হয়েছে। আর হবিগঞ্জে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন ডাঃ মুশফিক। এদিকে, পরিষদের ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। জানা গেছে, পরবর্তীতে বিভাগীয় কমিশনার তাদের শপথ করাতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.