,

নবীগঞ্জ খনকারীপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন : এমপি মুনিম বাবু’র ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামে এভারগ্রীণ স্পোটিং ক্লাব আয়োজিত “খনকারীপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট” এর শুভ উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১০ জানুয়ারী উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু’র সভাপতিত্বে ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর গফুর চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা ও লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার আবু ইউসুফ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুরাদ আহমদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক, সোয়েব আহমদ ও মৌলদ হোসেন, জিল্লুর রহমান শিপু, মুকিত চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী জুয়েল আহমেদ, শাহজাহান মিয়া, খালেদ চৌধুরী, সিরাজ মিয়া, আব্দুল আলী, ফারুক মিয়া প্রমূখ। উদ্বোধনী খেলায় সততা স্পোটিং কাবকে ২ ইউকেটে হারিয়ে ওসমানী স্পোটিং কাব জয় লাভ করে। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, খনকারীপাড়া ফুটবল মাঠের সংস্কারে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন ও খনকারীপাড়া এভারগীণ ক্রিকেট ক্লাবকে একসেট ক্রিকেট ব্যাট সহ ক্রীড়া সামগ্রী উপহার দেয়ার প্রতিশ্র“তি দেন। এছাড়া তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, পর্যায়ক্রমে উক্ত গ্রামের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.