,

সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন–হবিগঞ্জে ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৭ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এক আলোচনা সভা ও শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। চ্যানেল আই-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ-এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা রফিক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, যুক্তরাজ্য হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল, দৈনিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক হবিগঞ্জের আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, প্রথম আলো জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, এটিএন বাংলার জেলার প্রতিনিধি আব্দুল হালিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার, বাপার সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জুল সোহেল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকিল চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, হেডওয়ে স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার দাশ, সহকারি প্রধান শিক্ষক শেখ মোঃ আমীন উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, করাঙ্গী নিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, বাংলানিউজ জেলা প্রতিনিধি টিটু আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক দেশজমিন স্টাফ রিপোর্টার বদরুল আলম, চ্যানেল আই সহকারি মোঃ শামসুজ্জামান খায়েরুল প্রমুখ। এসময় বিভিন্ন পরিবেশ বিষয়ক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.