,

হবিগঞ্জের রিচি গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত অর্ধশতাধিক ॥ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে জমিতে পানি সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহত ও গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশতাধিক লোককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক ৫ জনকে সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষ চলাকালে রিচি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের দিদার মাস্টার ও একই গ্রামের সমছু মিয়ার দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার রাতে বোরো জমিতে পানি সেচ দেয়া নিয়ে দিদার মাস্টারের পক্ষে ছালেক মিয়া ও সমছু মিয়ার পক্ষে ইয়াদ আলী বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক ও তদন্ত ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ৯৮ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় সিরাজুল ইসলাম শান্ত, আনোয়ার হোসেন, সাজু মেম্বার ও কাজল মেম্বার, লুকুছ মিয়া ও তাজুল ইসলামকে সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত অবস্থায় অনু মিয়া, জুনায়েদ মিয়া, মালেক মিয়া, সামছুল মিয়া, আহাম্মদ আলী, আব্দুল মন্নাফ, ইলিয়াছ মিয়া, আনোয়ার মিয়া, হাদিস মিয়া, খালেক, শাহীন, ছালেক, জিতু মিয়া, সিজিল মিয়া, আক্তার হোসেন, তিতু মিয়া, জয়নাল আহমেদ, আলকাছ মিয়া, আব্দুল হান্নান, আবিদ মিয়া, মতলিব, বাছির, মোশারফ, জজ মিয়া, কাওছার মিয়া, মতিন মিয়া, জমসেদ, শুভ, সাহেদ, ফারুক, সামছু মিয়া, আকছির মিয়া, মিজান মিয়া, সজল মিয়া, শাহীন মিয়া, মোতালিব, ছালেহ উদ্দিন, আওয়াল ও আব্দুল জব্বারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.