,

শিবপাশা আজমিরীগঞ্জ সড়কে ডাকাতি

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ শিবপাশা-আজমিরীগঞ্জ সড়কে সন্ধ্যারাতে এক এক করে দু’টি যাত্রীবাহী মোটরসাইকেল ও একটি এ্যম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা মোবাইল সেটসহ অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা উমাপদ চক্রবর্ত্তীর পুত্র উৎপল চক্রবর্ত্তী (২৫) গতকাল শুক্রবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ থেকে যাত্রীবাহী মোটরসাইকেল যোগে শিবপাশার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে মোটরসাইকেলটি ওই সড়কের পাঁচহাকিয়ায় নামক এলাকায় পৌঁছলে, ১০/১৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এর গতিরোধ করে। পরে তারা মোটরসাইকেল চালক ও যাত্রীদের গলায় রামদা ঠেকিয়ে মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেল, পরবর্তীতে একটি এম্বুলেন্সে আসা দু’জন যাত্রীকে একই কায়দায় আটক করে সর্বস্ব ছিনিয়ে নেয়। ডাকাতির শিকার উৎপল জানায়, তাদের নিকট থেকে নগদ টাকা, ৫/৬ টি মোবাইলসেট সহ অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.