,

মাধবপুরে ১২ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ গৃহবধুর

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার লোহাইদ গ্রাম থেকে নিখোঁজ নাইমা খাতুন (২২) নামে এক গৃহবধুর ১২ দিনেও সন্ধান মিলেনি। নাইমা উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের আব্দুল আউয়ালের কন্যা এবং আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। এ ব্যাপারে নাইমার বাবা গত ৪ জানুয়ারী মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেছেন (ডায়রি নং- ১৮৬)। গত ২ জানুয়ারী নাইমা লোহাইদ গ্রাম তার বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করেও তার কোনো সন্ধান মিলেনি। নাইম নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। মাধবপুর থানার এসআই দয়াল হরি ভৌমিক জানান, গৃহবধু নাইমা কে খোঁজে পেতে সব রকম চেষ্টা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.