,

বাউসা ইউনিয়নে এমপি মুনিম চৌধুরী বাবু’কে সংবর্ধনা

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জে বাউসা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের জনতার পক্ষ থেকে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি’কে গন-সংবর্ধণার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাউসা ইউপির জাতীয় পার্টি সভাপতি মোঃ সুন্দর আলী’র সভাপতিত্বে ও যুবনেতা মোঃ আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক ডা: শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান চৌধুরী দুধু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজী মানিক মিয়া সড়কটি পাকাকরণ করা হবে এবং ৪ ও ৫নং ওয়ার্ডের মেম্বারদের দাবীকৃত সকল উন্নয়মূলক কর্মকান্ডের মাধ্যমে পুরন করা হবে। বাউসা ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাবেন বলেও তিনি বলেন। এ ব্যাপারে তিনি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও জনগনের দোয়া ও সহযোগীতা চান। তিনি বলেন, বিগত দিনে অবহেলিত নবীগঞ্জ বাহুবল এর প্রতিনিধি নির্বাচিত হয়ে যারা এসেছিলেন, তারা যদি জনগনের উন্নয়নের চিন্তা করতেন তাহলে, আজকে মানিক মিয়া সড়ক দিয়ে ধুলো-বালি মেকে মাইজগাঁও ঈদগাহ মাঠে সংবর্ধণা সভায় আসতে হত না। ইনশাহআল্লাহ আগামীতে আমি আপনাদের মাঝে আবারও আসতে চাই। এই মানিক মিয়া সড়ককে পাকা সড়কে উন্নিত করে সেদিন হবে আজকের এই সংবর্ধণার সফলতা। এতে আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড মেম্বার রহমত আলী, লোকমান উদ্দিন, সাবেক মেম্বার মতব্বির হোসেন, মহিলা সদস্য নুরুন্নাহার, জাপা নেতা নুরুল হক তুহিন, ইনাতগঞ্জ ইউপি জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, যুবসংহতি সভাপতি সরোয়ার সিকদার, সাধারন সম্পাদক নুরুল আমিন পাঠান (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক মির্জা হোসাইন আহমদ (হামজা) যুগ্ম সম্পাদক সাহিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা এম.এ মতিন চৌধুরী, স্বপন চৌধুরী, এনটিভি ইউরোপ নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, যুবনেতা হাফেজ মিনহাজ, ছাত্র নেতা শেখ সুহেল, আঃ মালিক খাঁন, নবীগঞ্জ বাজার সমিতির সদস্য মনছুর আহমদ চৌধুরী, যুবলীগ নেতা লিটন মিয়া বিশিষ্ট মুরুব্বি আঃ ওয়াহিদ, আঃ মালিক চৌধুরী, আছাব আলী, আবুল কালাম, বাউসা যুবসমাজ সভাপতি বাছিদুর রহমান, সাধারন সম্পাদক আলী আহমদ লিটন প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.