,

নবীগঞ্জের আলমপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের ন্যায় এবারও নবীগঞ্জের আলমপুরে অত্যান্ত আনন্দঘন পরিবেশে ঘোড় দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌষ সংক্রান্তি উপলক্ষে আলমপুর গ্রামবাসী কর্তৃক ঘোড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এবারও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে প্রায় ১০টি ঘোড়া। এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে প্রায় দেড়শত বছর পূর্ব থেকে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে কয়েক সহস্রাধিক লোক এসে সমবেত হন। গতকাল শনিবার বিকেলে আলমপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঘোড় দৌড় প্রতিযোগিতায় ১০ টি ঘোড়ার মধ্যে ৩টি দৌড় অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জগন্নাথপুরের ওবায়দুল হক জাবেদ (রনজিত), ২য় স্থান লাভ করে আলমপুর গ্রামের আলাল মিয়া (পঙ্কীরাজ) ও ৩য় স্থান অর্জন করে জগন্নাথপুরের কাজল মিয়া (রাণী)। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষে সাবেক চেয়ারম্যান মছব্বির মিয়ার সভাপতিত্বে প্রধান অথিতি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ মুনিম চৌধুরী বাবু উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাজি মুহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মুকিত, আব্দুল কাদির, রঞ্জিত সূত্র ধর, বৃতেশ সুত্রধর প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ১৪ইঞ্চি কালার টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ১টি টেবিল ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি ডিভিডি প্লেয়ার প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.