,

পাখির গায়ে বল লাগায় ফুটবল খেলা বন্ধ!

সময় ডেস্ক : পাখির গায়ে বল লাগায় খেলা বন্ধ কথাটি শুনে যেমন চমকে গেছেন ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি এবং সিডনি এফসির মধ্যকার ফুটবল ম্যাচে। খেলা চলাকালীন দুর্ঘটনাবশত বল লেগে আহত হয় একটি সিগাল। পাখিটিকে নিথর পড়ে থাকতে দেখে সিডনি এফসির গোলরক্ষক ড্যানি ভুকোভিচ সাময়িক খেলা বন্ধের জন্য চেষ্টা করেন। একপর্যায়ে খেলা বন্ধের নির্দেশনা দেন রেফরি। পরে সিগালটিকে যতেœর সাথে সাইডলাইনে নিয়ে যান ভুকোভিচ। দেশটিতে পাখিদের সুরক্ষায় আইন কঠোর। তবে খেলার মাঠে প্রায়ই সাদা সিগালের (শঙ্খচিল) দেখা মেলে। কখনো কখনো খেলার মাঝে বাধারও সৃষ্টি করে। আপনার যদি কখনো অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত কোনো খেলা দেখার সুযোগ হয় তাহলে অসংখ্য শঙ্খচিলের মুগ্ধ করবে আপনাকে। এমনিতেই অস্ট্রেলিয়ানরা পাখিপ্রেমী তারওপর গল্পের শেষটা অবশ্য সুখের। জীবন ফিরে পেয়েছে সিগালটি। বেঞ্চে কিছুক্ষণ বিশ্রামের পর আবার উড়ে গেছে নিজের পথে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.