,

দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ : এমপি আবু জাহিরের ৫০ হাজার টাকার অনুদান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও আমেরিকা প্রবাসী সাফাত এর সহযোগিতায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে হবিগঞ্জ শহরের বি-জামান খান সড়কস্থ আমির চান সংলগ্ন “হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়” মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জÑলাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেডিসেন্ট, মোতাচ্ছিরুল ইসলাম, ব্যাংকারর্স এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মমিন, জেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি রাসেল চৌধুরী, রোটারিয়ান এম এ রাজ্জাক, কাউন্সিলর গৌতম কুমার রায়, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সংগঠনের উপদেষ্টা শামীম খান, দৈনিক জননীর নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আসিনুজ্জামান চৌধুরী রতন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, ডাঃ বিশ্বজিত আচার্য্য। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দু শেখর দাশ, আশরাফুল হক রাকিব, সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, নজরুল ইসলাম, দেওয়ান শাকিল চৌধুরী, পলাশ চৌধুরী, সাজু সূত্রধর, রাকিব আজাদ, রাজন দাশ, আব্দুল জব্বার, নির্জন তালুকদার, আজিজুর রহমান রবি, আশিকুর রহমান শুভ, লাবিব চৌধুরী, আফিল উদ্দিন, সাজন মিয়া, পারভেজ মোশারাফ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সার্বিক উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.