,

হবিগঞ্জ সদর হাসপাতালে অপরাধীদের আনাগোনা বৃদ্ধি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে পকেটমারসহ অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে প্রতিদিনই মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে এসব অপরাধীদেরকে সহযোগিতা করছে হাসপাতালে থাকা এক শ্রেণীর অসাধু কর্মচারী ও দালালরা। গত এক সপ্তাহে অর্ন্তগত ৬ জন মহিলার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও টাকা পয়সা খোয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার রিচি গ্রামের কাজল রানার স্ত্রী হাবিবা খাতুন চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন। তিনি লাইনে দাড়িয়ে টিকেট নেয়ার সময় তার ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় ওই মহিলার সাথে সন্দেহজনক এক ব্যক্তির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.