,

হবিগঞ্জের রাজিউড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে জমিতে পানি সেচের মেশিন বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল ফারুক মিয়া (৩০), হাবিব উল্লা (৫৫), রহমত উল্লা (৩৫) ও পারভীন আক্তার (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, জমিতে পানি সেচের মেশিন বসানো নিয়ে ওই গ্রামের ফারুক মিয়ার সাথে একই গ্রামের সাইফুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে মঙ্গলবার উভয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.