,

নাসিবের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ডা. মুশফিক– দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার অনেক প্রকল্প গ্রহণ করেছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার পূর্বশর্ত হলো মানসম্মত প্রশিক্ষণ। দক্ষ মানব সম্পদ তৈরি করতে বর্তমান সরকার অনেক প্রকল্প গ্রহণ করেছে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি (নাসিব) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নাসিবের জেলা সভাপতি সফিকুল বারী আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক খোয়াই সম্পাদক ও নাসিব হবিগঞ্জ জেলার ভাইস প্রেসিডেন্ট শামীম আহসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইনুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, বিটিভি‘র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেওয়ান মিয়া। লায়ন মোঃ লিটন মিয়ার পরিচালনায় এবং ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, চেম্বারের নির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা কামাল। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইন্সট্রাক্টর আহমেদ আলী শাহ। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) ৩৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.