,

নবীগঞ্জে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ওয়াহিদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রাম থেকে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী আব্দুল ওয়াহিদকে গতকাল শনিবার বিকেল ৩ টায় গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জে যৌথ ব্যবসার পুজি আত্মসাত ও ব্যবসার চাল চুরির অভিযোগে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের মুকিম আলীর পুত্র আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে ব্যবসায়িক পার্টনার ডিড রাইটার বিভু আচার্য্য বাদী হয়ে আদালতে পৃথক ৪ টি মামলা ছাড়াও ব্যাংকের মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী ওয়াহিদকে তার নিজ বাড়ি থেকে নবীগঞ্জ থানার এস.আই প্রদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার করাগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের মুকিম আলীর পুত্র আব্দুল ওয়াহিদ একজন ব্যবসায়ী হওয়ায় বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীর সাথে সুসম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীকে লাভজনক ব্যবসার প্রলোভন দেখিয়ে ব্যবসার অংশীদার করে ওসমানী রোডস্থ একতা ট্রেডার্স নামীয় একটি ধান-চাউলের আড়ৎ খুলে। বিভু আচার্য্য দলিল লেখার কাজে ব্যস্ত থাকায় এবং মাছুম চৌধুরীও ব্যবসায় অনবিজ্ঞ থাকায় ৩ পার্টনারের মৌখিক চুক্তিতে ব্যবসার অভিজ্ঞ আব্দুল ওয়াহিদকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেয়া হয় এবং বিভু আচার্য্যরে নামে ট্রেড লাইসেন্স ও বিভিন্ন ব্যাংকে একাউন্ট খোলা হয়। কিছুদিন ব্যবসায় লাভ দেখিয়ে সুচতুর আব্দুল ওয়াহিদ ব্যবসাকে আরো বড় করার জন্য ব্যাংক থেকে লোন উত্তোলনের প্রস্তাব দেয়। এর প্রেক্ষিতে নবীগঞ্জ ইসলামী ব্যাংক হতে ১৫ লক্ষ টাকা বিভু আচার্য্য ও আব্দুল ওয়াহিদ এর নামীয় ভূমি বন্ধক রেখে ঋণ গ্রহণ করা হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াহিদ জানায় ইসলামী ব্যাংক হইতে প্রাইম ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার মিজানুর রহমান চৌধুরীর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তার নিজ নামে ২৫ লক্ষ টাকা ঋণ রয়েছে। ওয়াহিদ জানায় যে প্রাইম ব্যাংকের ম্যানেজার এর সঙ্গে তার কথা হয়েছে। ইসলামী ব্যাংকের বন্ধককৃত ভূমির পরিবর্তে একতা ট্রেডার্স এর নামে ২৫ লক্ষ টাকা ঋণ দেবে। তড়িগড়ি করে ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ করে একতা ট্রেডার্সের নামে প্রাইম ব্যাংক হতে ২৫ লক্ষ টাকা ঋণ উত্তোলন করা হয়। বিভু আচার্য্য ডিডরাইটার হিসাবে অফিসের কাজে ব্যস্ত থাকায় বিভিন্ন ব্যাংকের চেকের পাতায় অগ্রিম স্বাক্ষর করিয়ে আব্দুল ওয়াহিদ ব্যবসা পরিচালনার জন্য নিজ দায়িত্বে রাখে। বিভু আচার্য্যরে সরল বিশ্বাসকে পুঁজি করে বিগত ৩০/১২/২০১২ইং তারিখে ও ০১/০১/২০১৩ইং তারিখে আব্দুল ওয়াহিদ ২৫ লক্ষ টাকা উত্তোলন করে। কিন্তু উক্ত টাকা ব্যবসার কাজে বিনিয়োগ না করে সুচতুর ওয়াহিদ নিজ কাজে ব্যবহার করে। চালের দোকানে বেচাকেনা ও লেনদেন সঠিক ভাবে না হওয়ায় ৩ পার্টনারের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে নবীগঞ্জ প্রাইম ব্যাংকে যোগাযোগ করে দেখা যায় সি সি লোনের সমস্ত টাকা আব্দুল ওয়াহিদ উত্তোলন করে নিয়ে গেছে। উক্ত টাকার যথাযথ হিসাব প্রদানের জন্য অপর পার্টনারগণ চাপ প্রয়োগ করলে তাহার পিতা মুকিম আলী ও ভাই সহিদ মিয়া কিছুদিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ করবে বলে আশ্বস্থ করেন এবং বিশ্বস্থতার জন্য ২৭/১০/২০১৩ইং তারিখে ৫০৫ নং বিজ্ঞ নোটারী পাবলিক হবিগঞ্জের কার্যালয়ে হাজির হয়ে হলফনামা ঘোষণা করে ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ করবে বলে অঙ্গীকার করে এবং ব্যবসায়ের মুল পুঁজি ১৫ লক্ষ টাকা লাভসহ হিসাব বুঁিজয়ে দিবে। কিছুদিন যেতে না যেতেই দোকানে থাকা ১শত ৯৬ বস্তা চাউল পাহাড়াদারকে ভয়ভীতি দেখিয়ে রাতের আধারে ট্রাকে তুলে তাহার সঙ্গীয় লোকজন দিয়ে চুরি করে নেয়। ঘটনার পরদিন অপর পার্টনারগণ দোকান হতে সংবাদ পেয়ে ঘটনার সত্যতা দেখে নবীগঞ্জ ধান-চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি ও গণমান্য আরও কিছু ব্যবসায়ীগনকে চুরির বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ধান-চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী অভিযুক্ত আব্দুল ওয়াহিদকে তার বড় ভাই শহিদ মিয়ার উপস্থিতিতে দোষী সাব্যস্ত করে চোরাইকৃত চালের মূল্য ও ব্যবসার পুঁজি বাবদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা অপর পার্টনারদ্বয় বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীকে ফেরত দেয়া ও ব্যাংক ঋনের সমুদয় টাকা পরিশোধ করার জন্য সিদ্ধান্ত দেন। এর প্রেক্ষিতে ৩শত টাকা মূল্যের ষ্ট্যাম্পের উপর মুরব্বিয়ানগণ ওয়াহিদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা রাখেন। বিচারকদের রায় অমান্য করায় সহজ সরল বিভু আচার্য্য নিরুপায় হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পৃথক পৃথক ৪ টি মামলা দায়ের করেন। এক পর্যায়ে আদালত ওয়াহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সে জালিয়াতি করে প্রাইম ব্যাংকে বন্ধককৃত ভূমি তাহার আপন চাচা গেদা মিয়ার নিকট রেজিষ্ট্রারী দলিলমূলে বিক্রি করে ব্যাংকের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.