,

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ঝিংড়ি ব্রীজ থেকে লিটন মিয়া (৩৫) নামের এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুরে আজমিরীগঞ্জ থানার এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লিটন উপজেলার জলসুখা মধ্যপাড়া গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। লিটনের বড় ভাই রিপন মিয়া জানান, লিটন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নরসিংদী ভেলানগর এলাকায় থেকে ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি সে ফোন করে তার ভাইকে বাড়িতে আসতে বলে। গত শুক্রবার দুপুরে লিটন তাকে ফোন করে জানায়, সে বাড়িতে আসছে। ওই দিন রাত থেকে লিটনের ফোন বন্ধ পাওয়া যায়। সকালে ঝিংড়ী ব্রীজের রেলিংয়ে লায়লন দড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন আজমিরীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ রিপনকে বিষয়টি জানালে পুলিশসহ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.