,

শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পরিষদ চেয়ারম্যান মুশফিক হুসেন চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পন

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও নব-নির্বাচিত সদস্যরা। গতকাল রবিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে হবিগঞ্জ জেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত সদস্যদের এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী মোঃ কদ্দুছ আলী সরকার, সচিব জোরে শাহয়াজ, ইনিঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন, প্রকৌশলী রফিকুল ইসলাম, নব-নির্বাচিত সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নুরুল আমিন ওসমান, আব্দুল মুকিত, মনির হোসেন খান, সৈয়দ শামীম আহমেদ, মোঃ আশিক মিয়া, নজরুল হাসান, আব্দুল মতিন আছাব, আব্দুল মালিক, ফরিদ আহমেদ তালুকদার, মুর্শেদ কামাল, আলাউর রহমান সাহেদ, মহিউদ্দিন কামাল, আলেয়া বেগম, সালেহা বেগম চৌধুরী, ফাতেমা আক্তার রিনা, রওশনারা ভূইয়া লাকি। সভাপতির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ জনগোষ্টির ভাগ্য পরিবর্তনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। স্থানীয় সরকার শক্তিশালী করণে অবহেলিত পল্লী এলাকার উন্নয়নের ধার উন্মোচন হয়েছে। তিনি নব-নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব এলাকায় স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড ছড়িয়ে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবহেলিত ও দুঃখী মানুষের পরম বন্ধু তিনি দেশবাসীকে তার পরিবারের সদস্য মনে করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.