,

নবীগঞ্জ-আইনগাঁও সড়কের বেহাল দশা : জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী

তোফাজ্জল হোসেন ॥উপজেলার নবীগঞ্জ-আইনগাঁও ভায়া চৌধুরী বাজার সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। জানাযায়, নবীগঞ্জ শহরের শিবপাশা এলাকা থেকে বর্তমানে একমাত্র সিএনজি দিয়ে সাধারন যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। নবীগঞ্জ থেকে আইনগাঁও পর্যন্ত রাস্তার মধ্যে বাউসা হতে চৌধুরী বাজার অংশের অবস্থা খুবই করুন। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হবার ফলে প্রায়শই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। রাস্তাটি এলজিইডির আওতাধীন থাকলেও এলজিইডি নবীগঞ্জ অফিসের কারো কোন মাথাব্যাথা নেই। জনস্বার্থে রাস্তাটি সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.