,

চুনারুঘাটে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের সুরুজ আলীর কন্যা ও সতং ইকবাল আহমেদ সালেহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বিলকিস আক্তারকে বয়স বৃদ্ধি করে জন্ম নিবন্ধন সনদ তৈরি করে বিয়ের ব্যবস্থা গ্রহন করেন। গতকাল সোমবার একই বাড়ির বাবুল মিয়ার নিকট বিলকিস আক্তারের বিয়ের সব আয়োজন সম্পন্ন করে কনের পিতা সুরুজ আলী। খবর পেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরুব্বিয়ানদেরকে ডেকে এনে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম নিজ জিম্মায় বাল্য বিবাহ বন্ধ করতে প্রশাসনের সাথে একাত্মতা পোষণ করেন। এ ব্যাপারে, ইউপি সদস্য আব্দুর রউফ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অত্র ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হওয়া স্বত্বেও আমার অগোচরে চেয়ারম্যান জানি কোন স্বার্থের বিনিময়ে স্কুলছাত্রীর পূর্ণ বয়স্ক জন্ম নিবন্ধন সনদ দেন। ফলে কনে পক্ষ ও বর পক্ষের ভীষন ক্ষতিসাধন হয়েছে। বাল্য বিবাহ বন্ধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী চুনারুঘাট উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.