,

৭শ ৩৯টি রাত ঘুমাতে পারিনি -আলহাজ্ব জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ টিনসেট ঘর, প্রচন্ড গরম, চারপাশে হাজারো মশা, ঘুমাতে পারেননি ৭শ ৩৯টি রাত। তাছাড়া বাসী ও নিম্নমানের খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হয়ে এক অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব জি কে গউছকে। কারাগারের অন্ধকার প্রকোষ্টের এই বর্ননা দিতে গিয়ে নিজে কাঁদলেন, অন্যকেও কাঁদালেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার সিডিসি’র নারী সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানাতে যান তাদের প্রিয় মেয়র আলহাজ্ব জি কে গউছকে। দীর্ঘদিন পর তাদের মেয়রকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। কারাগারে সন্ত্রাসী হামলায় জি কে গউছের শরীরের ক্ষত স্থানটি তারা দেখলেন। মেয়রকে জড়িয়ে ধরে কাঁদলেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকলকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে মেয়র জি কে গউছ বলেন- হবিগঞ্জ পৌরবাসী আমাকে ভোট না দিলে আমি কারামুক্ত হতে পারতাম না। আমার শুভাকাঙ্খীরা আমাকে মেয়র পদে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিল। কিন্তু আমার বিশ্বাস ছিল, আমি নির্বাচন করলে হবিগঞ্জের মানুষ আমাকে ভোট দিবে। আমার বিপদে পাশে দাড়াবে। তাই অনেক নির্যাতন সহ্য করে পৌরবাসী আমাকে ভোট দিয়েছে। আর এই ভোট আমার মুক্তির পথ সহজ করেছে। আমাকে নতুন জীবন দিয়েছে। এ জন্য আমি হবিগঞ্জের মানুষের কাছে আমরণ ঋণী হয়ে থাকব। তিনি বলেন- আমাকে শুধু কষ্ট দেয়ার জন্যই বিভিন্ন কারাগারে প্রেরণ করা হয়েছে। কারাগারের ভিতরে ছোট একটি টিনসেট ঘরে আমাকে থাকতে হয়েছে। ফ্যান ছিল অনেক উপরে, প্রচন্ড গরম, শীতের সময় তীব্র শীত, চারপাশে ছিল হাজারো মশা, তাই রাতে বসে থাকতাম, ঘুমাতে পারতাম না। তাছাড়া বাসি ও নিম্নমানের খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হয়ে এক অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে আমাকে। অনেকই চেয়েছিল, আমি জেলে থাকি, আমি যেন মারা যাই। কিন্তু মানুষের দোয়ায় আল্লাহ আমাকে রক্ষা করেছেন। মেয়র জি কে গউছ আরো বলেন- ঈদের দিন সবাই ভাল খাবার খায়। আমারও ইচ্ছে ছিল ঈদের দিন আমার পরিবারের দেয়া ভাল কিছু খাবার খাব। কিন্তু ঈদের নামাজের পর আমাকে হত্যা করতে আঘাত করা হয়েছিল। তাৎক্ষনিক কোন চিকিৎসার ব্যবস্থা না করেই রক্তাক্ত অবস্থায় আমাকে ঢাকা নেয়া হয়েছিল। আমি মানুষের দোয়ায় প্রাণে বেঁচে গিয়েছিলাম। তবে আমি কৃতজ্ঞ হবিগঞ্জ পৌরবাসীর নিকট। আমার শরীর থেকে রক্ত ঝড়ানোর জবাব তারা ব্যালটের মাধ্যমে দিয়েছে। এরপূর্বে মেয়র জি কে গউছের সাথে সিডিসি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিডিসির কাষ্টার সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি বানু বণিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সিডিসির কাষ্টারের সহ সভাপতি হাজী লুৎফুর রহমান নানু, আব্দুর রউফ, আলাউদ্দিন মিয়া, রোকেয়া বেগম, রিজিয়া আক্তার, শিল্পী বেগম, ফরিদা বেগম, শাহেনা বেগম, রিনা আক্তার প্রমুখ। সভায় ৩ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.