,

শায়েস্তাগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাইপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিশ খাতুন (২৮), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াগান্দা গ্রামের মাইক্রো চালক আল আমিন (২৮), বায়জিদ আলম (৩৫), গৌতম কুমার (৩৮) ও অজ্ঞাত যুবক (৩২)। আহতরা হলেন সিজু মিয়া (২৮), মোমেন মিয়া (২৭), ফারুক হোসেন (৩০), তাকসিন আক্তার (২৮), ফাহাদ মিয়া (১০), চাঁদনী (১৮), মুছতাহিদুল হক (২৮) ও শুভ (২৭)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ভৈরব থেকে জাফলং যাচ্ছিল। পথে উলুকান্দি এলাকায় বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আহত মোস্তাকিদুল হক (২৮) শুভ (১০), আব্দুল্লাহ আল মামুন (২৮), তাহরিনা হোসেন (২৮), ফারুক হোসেন (৩৫) সিজুু মিয়া (২৮) মোমেন মিয়া (২৭). ফাহাদ (১০), চাঁদনী (১৮)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহত মোস্তাকিমুল হক জানান, তারা গ্রামীণফোনের টাওয়ার রক্ষণাবেক্ষণের কাজ করেন। ভোরে তিনিসহ কয়েকজন সিলেটের জাফলং এ পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী জরিফও নিহত হয়েছেন। শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন পিপিএম জানান, সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-১০৬০) ও বিরপীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ- ৫৩-১২১১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে নিহত অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি। শায়েস্থাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সৈয়দ আসাদুজ্জামান বলেন, হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা নিহত ও আহতদের মরদেহ উদ্ধার করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.