,

নবীগঞ্জে একশ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুমেল আহমদ ॥ নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল দিনারপুর থেকে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের পানিউমদা ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়নে মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল পানিউমদা ইউনিয়নের লাল টিলা এলাকার আছাব উল্লার পুত্র আলী হোসেন একই এলাকার মৃত মাজত উল্লার পুত্র আনোয়ার মিয়া। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১.২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলী হোসেন (৪৫) ও আনোয়ার মিয়া (৩৮) কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে । এসময় তাদের কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্বার করা হয়। এ বিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার পুলিশবাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের আদলতে প্রেরণ করে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.