স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আনোয়ারা বিপনী মার্কেটে ঝাঁকজমকভাবে একটিভ কম্পিউটারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, সিনিয়র সাংবাদিক এস.আর চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, সাংবাদিক গোলাম রহমান লিমন ও এড. ফরিদ শিকদার, ব্যবসায়ী রঞ্জু দাশ, যুবলীগ নেতা ময়না মিয়া, ছাত্রনেতা শাহীন তালুকদার, ছাত্রলীগ নেতা শাহ্ ফয়ছল তালুকদার, বাবলু আহমেদ, অপু দাশ, সুদীন দাশ সহ স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকায় অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন একটিভ কম্পিউটারের স্বত্বাধিকারী ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রিপন দেব।
Leave a Reply