,

চুনারুঘাটে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১৮ ফেব্র“য়ারী ॥ ১ সদস্যকে অব্যাহতি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটি থেকে এক সদস্যকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া সদস্য হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন লুতু। তাকে যাচাই-বাছাই কমিটি থেকে অব্যাহতি দেয়া নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা চলছে। গত বছরের ১৫জুন জেলা কমান্ডের ১২তম সভায় আনোয়ার হোসেন লুতুকে জেলা কার্যকরী কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ জানান। আগামী ১৮ ফেব্র“য়ারী শনিবার চুনারুঘাট উপজেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই-বাছাই কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। সদস্যরা হলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও ক্যাপ্টেন (অবঃ) ইদ্রিছ আলী। যাচাই-বাছাইকালে সদস্য সচিবের দায়িত্বপালন করবেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সংসদ ও সংসদের বাহিরে মুক্তিযোদ্ধাদের মধ্যে নানা অভিযোগ তুলা হচ্ছে। চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ বলেন, বিগত সময়ে উপজেলা কমান্ডার পদে পরাজিত হয়ে আব্দুল হক সহ তার অপরাপর সঙ্গীরা চুনারুঘাট মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকে নস্যাৎ করার জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা বিভিন্ন মহলে ইন্দন দিচ্ছে। বিগত ২০১৬সালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে যেসব ব্যক্তিদের নাম কালো তালিকায় অন্তর্ভূক্ত করা হয় মূলত তারাই এখন যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.