,

মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলিফ সোবহান চৌধুরী কলেজের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরে সভায় জাতীয় সংগীত পরিবেশ করা হয়েছে। পরে মাদক বিরোধী নানা ধরণের শ্লোগানের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অতিথিসহ উপস্থিত সবাই ‘মাদক মুক্ত সমাজ গড়ার’ শপথ নেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-সিলেট জেলা মহিলা আসনের এমপি অত্র কলেজ গভার্নিং বডি’র সভাপতি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অপারেশসন ও গোয়েন্দা) এনডিসি পরিচালক ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফজলুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল। বক্তব্য রাখেন, কলেক শিক্ষক আব্দুল হাই ভূইয়া, এম শামসুদ্দিন, শিক্ষক সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী বাবুল প্রমুখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত দেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিশু ও যুবকদেরকে স্কুল-কলেজ ও মাদ্রাসামুখী করা হচ্ছে। তিনি বলেন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হলে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি ছাত্র-ছাত্রীকে দেশ ও জাতির স্বার্থে মাদক থেকে দূরে রাখতে হবে। যাতে করে আগামীর প্রজন্ম ভয়াবহ মাদকের আগ্রাসন গ্রহন করতে না পারে। তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। সমাবেশে মিরপুর কলেজের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি স্কলের শিক্ষার্থী র‌্যালি করে সমাবেশে অংশ গ্রহন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.