,

নবীগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শনে মেয়র ছাবির আহমদ চৌধুরী

শাহরিয়ার আহমেদ শাওন ॥ সরস্বতী পুজা উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ ঘটিকা পর্যন্ত নবীগঞ্জ পৌর এলাকার সবকটি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এগুলো হচ্ছে, জয়নগর এলাকার একতা অগ্নিবীনা সংঘ ও বীনাপানি সংঘ। আক্রমপুর এলাকার লোকনাথ সংঘ ও সবুজবাগ সংঘ, তিমিরপুর এলাকার পঞ্চপ্রদী যুব সংঘ, রুপসীগাছ সংঘ, বিদ্যাঞ্জলী সংঘ, বীনাপানি সংঘ এবং যুব সংঘ। কেলিকানাইপুর এলাকার সেবা সংঘ, একতা কল্যাণ সংঘ, কিশোর কিশোরী সংঘ, ছাত্র/ছাত্রী সংঘ, কিশোর সংঘ ও তরুন সংঘ। গয়াহরি এলাকার সুবিন্দ্র দাশ, লিপ্টু দাশ, ছাত্র সংঘ, বিদ্যা সংঘ, ত্রাইস সংঘ, তপু দেব ও বাবুল দাশ। ওসমানী সড়কের উদয়ন সংঘ, শিবপাশা এলাকার সত্যম শিবম সুন্দরম সংঘ, সপ্তস্বর সংঘ, আল্পনা সংঘ, দেবী সংঘ, নব দিগন্ত সংঘ, চাঁদের হাসি পুজা সংঘ, ত্রিনয়না সংঘ, পুস্প চন্দন সংঘ, পুস্প বিদ্যা সংঘ ও বিদ্যার্থী সংঘ। শ্যামলী আবাসিক এলাকার ধানসিঁিড়ি সংসদ ও বিদ্যার্থী সংঘ। পুজা মন্ডপ পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন দিলীপ আচার্যী, ভজন দাশ, জিতু মিয়া সেন্টু, ফোয়াদ হাসান রাজন, পৃথিশ চক্রবর্তী, দুলাল দাশ প্রমূখ। এসময় মেয়র পুজা মন্ডপে সংশ্লিষ্টদের সাথে কুশল বিনিময় করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.