,

তামিমকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে

সময় ডেস্ক ॥ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের ইনজুরির চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য তামিমকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬ তারিখ রাতে মেলবোর্নের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তামিম। ২৯ তারিখ সকাল বেলা ডেভিড ইয়াংয়ের সঙ্গে অ্যাপোয়েন্টমেন্ট ফিক্স করা হয়েছে। উনি দেখবেন, দেখার পর ওর (তামিম) চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’তিনি আরো বলেন, ‘বিসিব চায় যে, দ্রুততম সময়ের মধ্যে তামিম যেন খেলায় ফিরে আসতে পারে-এ জন্য যা করা প্রয়োজন তাই-ই করা হবে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে থাকবেন তামিম। আমরা আশা করছি এ ধরনের চিকিৎসার পর তামিম সুস্থ হয়ে ফিরে আসতে পারবে।’ এদিকে গেল সোমবার তামিমের এমআরআই রিপোর্ট হাতে পায় বিসিবি। এমআরআই রিপোর্টে থেকে ধারনা করা হচ্ছে মিনিসকাস ছিঁড়ে গেছে তামিমের।এমআরআই রিপোর্ট প্রসঙ্গে চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘রিপোর্টটি বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে পাঠানো হয়। তিনি রিপোর্টটা দেখেছেন। ওনি বলেছিলেন, আমি যদি একটা রিপোর্টটা দেখতে পারি তাহলে আরো ভালো কমেন্ট করতে পারবো।’ প্রসঙ্গত, গেল জিম্বাবুয়ে সিরিজেই হাঁটুতে ব্যথা অনুভব করেছিলেন বাংলাদেশ ওপেনার। তখন ডাক্তাররা সেটাকে হ্যামস্ট্রিংয়ের চোঁট বলেই ধরে নিয়েছিলেন। সে অনুযায়ী চিকিৎসাও চলছিল। এমআরআই রিপোর্টে থেকে ধারনা করা হচ্ছে মিনিসকাস ছিঁড়ে গেছে তামিমের। ক্রিকেট বোর্ড এখন তাকিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংয়ের দিকে। তামিমকে ফের ছুড়ি-কাঁচির নিচে যেতে হবে নাকি বিশ্রাম নিয়েই পার পাবেন- তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.