,

বাবরি মসজিদের প্রবীণতম দাবিদারের ইন্তেকাল ॥

সময় ডেস্ক ॥ অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের পক্ষে মামলাকারী প্রবীণতম ব্যক্তি মোহাম্মদ ফারুক গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। মোহাম্মদ ফারুক আরো সাতজনের সাথে মিলে মামলাটি করেছিলেন ১৯৪৯ সালে। কয়েকজন হিন্দু স্থানটিকে রামের জন্মভূমি দাবি করে মসজিদে রামের মূর্তি স্থাপন করার পর তারা মামলাটি করেন। তারা মসজিদটিতে নামাজ পড়ার অধিকার দাবি করেছিলেন। মোহাম্মদ ফারুক ইন্তেকাল করায় মামলাটি এখন পরিচালনা করবেন তার ছেলে মোহাম্মদ সেলিম। উত্তর প্রদেশ সরকারে অতিরিক্ত এডভোকেট জেনারেল এবং বাবরি মসজিদ একশন কমিটির আহ্বায়ক জাফরিয়াব জিলানি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফারুকের বাবা মোহাম্মদ জহুর ছিলেন মামলার মূল অভিযোগকারী। মামলার সাথে সম্পৃক্ত অপর ছয়জন হলেন আসাদ রাশিদি, হাশিম আনসারি, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি হাসবুল্লাহ, মাহমুদ ও সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। উগ্র হিন্দুরা ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে। তারা সেখানে রামের মন্দির নির্মাণ করতে চাচ্ছে। মোগল সম্রাট বাবরের নির্দেশে ১৫২৭ সালে মসজিদটি নির্মিত হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.