March 25, 2025, 12:33 pm

মাধবপুর পূর্ব বিরোধের জের ধরে অপহরণ করে শিশুকে হত্যা জড়িত থাকার অভিযোগে মহিলাসহ আটক ৩

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক শিশুকে অপহরণ করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জানাযায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে শামীম আহমেদের সাথে প্রতিবেশী বিল্লাল মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত সোমবার রাত ১০ টায় শামীমের শিশু পুত্র মাহীনুর আহমেদ মাহী (২) কে ঘুম থেকে অপহরণ করে নিয়ে যায়। পরেরদিন মঙ্গলবার শামীম বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানার এস.আই শহীদুল ইসলাম বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গত বুধবার রাতে আলমগীর, বিল্লাল মিয়া ও তার স্ত্রী সম্রাট বানুকে আটক করে গত বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লালের সাঙ্গোপাঙ্গোরা ওই শিশুকে হত্যা করে গতকাল শুক্রবার সকালে লাশ শামীমের পুকুর পাড়ে রেখে যায়। পরে পরিবারের লোকজন মাহীর লাশ দেখতে পেয়ে মাধবপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। এ ব্যাপারে এস.আই শহীদুল ইসলাম জানায়, এই হত্যাটি সম্পূর্ন পরিকল্পিত। আটককৃতদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে এবং অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.