স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে বিদুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি জোট সরকারের আমলে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট হয়েছে। তারেক রহমান বিদ্যুতের খাম্বা বিক্রি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাদের লুটপাটের কারণে বিদ্যুতে বিপর্যয় নেমে এসেছিল। গত ৫ বছরে বিদ্যুতের ঘাটতি কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার সময় সাড়ে তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা ১১ হাজার মেঘাওয়াটে উন্নীত করেছে। তিনি বলেন, আমরা এখনও বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি বলেন, গত ৬ বছরে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-লাখাই এর একাধিক গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এই ডিসেম্বর মাসে আরো ২টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করব। তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ একে একে প্রতিটি গ্রামেগঞ্জে বিদ্যুতের চাহিদা মিটানোর চেষ্টা করব। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়ন এবং উৎপাদনে বিশ্বাসী। যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু বিদ্যুৎখাতে নয় সর্বক্ষেত্রে দেশে উন্নয়ন হয়েছে। তিনি বলেন, পইল ইউনিয়নে গত ৫ বছরে কোটি কোটি টাকার উন্নয়ন করেছি। দেশ স্বাধীন হওয়ার পর এতো উন্নয়ন কেউ করেনি। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাকে নির্বাচিত করার পর থেকেই আমি অক্লান্ত পরিশ্রম করে হবিগঞ্জ-লাখাই’র উন্নয়ন করে যাচ্ছি। ইনশাল্লাহ উন্নয়নের এই ধারা আমার অব্যাহত থাকবে। তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আছিপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন। গতকাল বিকেল ৩টায় উদ্বোধন শেষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ জয়নাল আবেদিন রাসেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার রেজাউল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনাব আলী, দুদু মেম্বার, দুলাল, কাইয়ুম মাস্টার, নুর মিয়া, জাকি, নোমান, নানু মিয়া, নুর হোসেন, আছকির প্রমূখ।
Leave a Reply