,

আবু জাহির এমপিকে ফেসবুকে হুমকিদাতা, গ্রেফতারকৃত মিনার কে কারাগারে প্রেরণ

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরকে ফেসবুকে হুমকিদাতা আটককৃত মিনার উদ্দিন (৩৫) কে কারাগার প্রেরণ করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার মস্তোফাপুর গ্রামের মৃত মনফর উল্লার পুত্র। গতকাল শুক্রবার বিকালে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, আগামীকাল রবিবার তার বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে এনে তাকে জিঞ্জাসাবাদ করলে আরও রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করেন। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ওই গ্রামের শিবিরকর্মী মিনার উদ্দিন তার ফেসবুক আইডি থেকে এমপি আবু জাহিরকে হুমকি ও তার সম্পর্কে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আসলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ব্যাপারে এমপির পি এস সুদ্বীপ রায় বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ বাজার থেকে আটক করে সদর থানায় নিয়ে আসে। সদর থানায় নিয়ে আসার পর মিনার পুলিশের কাছে উল্লেখিত বিষয়টি স্বীকার করে। এ দিকে এ ঘটনা নিয়ে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তার শাস্তি দাবি করছে বলে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.