চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজা প্রাপ্তসহ বিভিন্ন মামলার ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার ভোর রাতে এস.আই মালিক ও এ.এস.আই শাহিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার কালিশিরি গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মিছির আলী (৫০) সুলতানপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে কাদির মিয়া (৩৮) এবং আলিনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আব্দাল মিয়াকে (৪০) গ্রেফতার করে। পুলিশ জানায়, আব্দাল মিয়ার বিরোদ্ধে বন মামলায় ৫ বছরের সাজা এবং ১ হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে অন্য দুই জনের বিরুদ্ধেও গ্রেফতারী পরোয়ানা ছিল। গতকাল তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply