,

নবীগঞ্জের মেডিকেল টেকনোলজিষ্ট, বদলীর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র মেডিকেল টেকনোলজিষ্টকে অন্যত্র বদলীর খবরে নবীগঞ্জে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দু’টি পদের মধ্যে টেকনোলজিষ্ট এর একটি পদ এমনিতে শূন্য থাকায় রোগীদের চিকিৎসা সেবা দিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। নবীগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে টেকনোলজিষ্ট শূন্যতা সৃষ্টি করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেক্সের শূন্য পদ পুরণের ঘটনাটি অযৌক্তিক দাবী করেছেন নবীগঞ্জবাসী। এই বদলীর আদেশ বাতিল না করলে যে কোন অপ্রীতিকর ঘটনার দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন, এই হাসপাতালের (৩য় পৃষ্ঠায় দেখুন) গুরুত্বপূর্ণ পদ খালি রেখে অন্য হাসপাতালের খালি জায়গা পুরণ করার ঘটনাটি নজির বিহীন। সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার একমাত্র চিকিৎসা সেবা প্রতিষ্টান উপজেলা স্বাস্থ্য কমপেক্স। এখানে দীর্ঘদিন যাবৎ প্রয়োজনীয় লোকবল অভাবের পাশাপাশি পর্যান্ত ঔষধ ও যন্ত্রপাতির অভাবে এমনিতেই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) পদ রয়েছে ২টি। তার মধ্যে কর্মরত রয়েছেন বেনু ভুষন দাশ নামের ইনর্চাজ। আর ওই একজনের পদ শূন্য করে অন্য উপজেলার শূন্য পদে বদলীর ঘটনার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নবীগঞ্জবাসী। নবীগঞ্জে শূন্য করে অন্য উপজেলার শূন্য পদ পুরণ করার বদলীর আদেশটি স্থগিত না করলে আন্দোলনের ডাক দিতে পারেন এলাকাবাসী। এমন হুশিয়ারি দিয়েছেন নবীগঞ্জের নানা শ্রেণী-পেশার মানুষ। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী বলেন, প্রায় সাড়ে ৪ লাখ লোকের একমাত্র হাসপাতালটি প্রয়োজনীয় লোকবলের অভাবে এমনিতেই স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এরমধ্যে এই হাসপাতালের একমাত্র পদ মেডিকেল টেকনোলজিষ্ট কে অন্যত্র বদলীর কোন আদেশ হয়ে থাকলে নবীগঞ্জ উপজেলার প্রতি বিমাতা সুলভ আচরনের সামিল। শূন্য পদ পুরন না করে বদলীর কোন অন্যায় আদেশ মেনে নেয়া যায় না। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর বলেন, নবীগঞ্জ বাসীকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রেখে অন্যস্থানে বদলী করার ঘটনাটি দুঃখ জনক। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বদলীর বিধিবিধান থাকলেও নবীগঞ্জে ওই পদে কাউকে না দিয়ে এই উপজেলার স্বাস্থ্য বিভাগ শূন্য করে অন্য উপজেলায় বদলীর আদেশটি মেনে নেয়া যায় না। তা অনতিবিলম্বে স্থগিত করার দাবী জানান। সুশীল সমাজের নেতৃবৃন্দ জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃংখলার অবনতি ঘটলে তার দায়দায়িত্ব কর্তৃপক্ষকেই বহন করতে হবে।


     এই বিভাগের আরো খবর