স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা সদরের পশ্চিম পাড়া এলাকা থেকে ইব্রাহিম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। এসময় তার কাছ থেকে ১কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য ১৫ হাজার টাকা। গতকাল বুধবার ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে উল্লেখিত গাজাঁসহ আটক করে। সে ওই গ্রামের আব্দুস সামাদের পুত্র। পুলিশ জানায়, ইব্রাহিম দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত।