নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে উক্ত বিদ্যালয়ে এক বিশাল গণসংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি এডঃ বদিউজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিশির কুমার সরকার ও শাহিনুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব এম.এ মুনিম চৌধুরি বাবু এমপি। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোঃ আনোয়ারুল হক। গীতা পাঠ করেন শিশির কুমার সরকার। সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাদারণ সম্পাদক সরওয়ার শিকদার, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আকিকুর রহমান, দিদার আহমদ, মোঃ আলতাব উদ্দিন, সাখাওয়াত হোসেন খাজা। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু উক্ত বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম চৌধুরী, আনুয়ারুল হক, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজাদ মেম্বার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্য এস.আই মোঃ জাহাঙ্গির আলম। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক জাকারিয়া হোসেন। মানপত্র পাঠ করেন শিক্ষিকা রিতা বেগম। অনুষ্টান শেষে অতিথিবৃন্দকে উপহার স্বরুপ ক্রেষ্ট প্রদান হয়।