,

নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সাতাইহাল পূর্ব পাড়া বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে গতকাল বিকালে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে এক সংবর্ধনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সাতাইহাল পূর্ব পাড়া রয়েল বেঙ্গল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনানুষ্টানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড নবীগঞ্জ উপজেলা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক। প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত ব্যাক্তিত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী। নুরুল হক তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হুসাইন আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক দিপংকর ভট্টাচার্য্য দেবুল। বক্তৃতা করেন, ইউপি মেম্বার জমসেদ আলী, আব্দুল মন্নান, তজমূল মিয়া, খায়রুল ইসলাম প্রমূখ। পরে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা ফরহাদ সাদ উদ্দিন আহমদ। উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী নবীগঞ্জকে সন্ত্রাস, মাদক, অশিক্ষামুক্ত একটি সুন্দর মডেল নবীগঞ্জ উপজেলা বিনির্মাণে সকলের সকলের সহযোগিতা কামনা করে বলেন, নবীগঞ্জের মাঠির নীচ থেকে বিবিয়ানার গ্যাস সারা দেশে সরবরাহ হচ্ছে। এখানে মিল কারখানা, ফ্যাক্টরী গড়ে উঠছে, গড়ে উঠা শিল্প কারখানায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।


     এই বিভাগের আরো খবর