,

নবীগঞ্জে রাস্তা উদ্ধোধন করলেন এমপি বাবু

জাকির হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কায়স্থা গ্রাম-দেবপাড়া সড়কের প্রায় ৪০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ১ কিঃ মিঃ পাকাসড়ক আনুষ্টানিক ভাবে গতকাল দুপুরে উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই সড়কের উদ্ধোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, জেলা জাতীয় পার্টি নেতা নরুল হক তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি নবীগঞ্জ মোঃ কামাল হোসেন, কার্যসহকারী মোঃ সিরাজ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা তারা মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরোয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, নাজমুল হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মিনহাজ আহমদ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, উপজেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক শেখ মশির রাইয়ান, দেবপাড়া ইউপি যুব সংহতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, পানিউমদা ইউপি যুবসংহতি নেতা শাহিন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর