এস.এ শাওন ॥ গতকাল ভোর ৩ টার সময় পুলিশের অভিযানে ৫ ডাকাত কে আটক করে পুলিশ। জানা যায়, কুর্শি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের গাড়িতে গতরাত আনুমানিক ১১ টায় ডাকাতির চেষ্টা চালালে তাদের শোর চিৎকারে আশ পাশের গ্রামের মানুষ এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই আবুল কালাম আজাদ, আব্দল করিম, এ.এস.আই রুহুল আমিন এর নেতৃত্বে বাংলা বাজার ও কুর্শির মধ্যবর্তি স্থানে চারদিক থেকে ঘেরাও সটগানের ৩ রাউন্ড গুলি নিক্ষেপ করে ৫ ডাকাত কে আটক করে পুলিশ। আটককৃত ডাকাতরা হলো নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের আঃ খালেকের পুত্র আঃ অজুদ (২০), হবিগঞ্জ সদর এলাকার মৃত দরবেশ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪), বহুলা গ্রামের মৃত আশা উদ্দিনের ছেলে ছাদিক মিয়া (২০), বিবাড়িয়া জেলার পূর্ববাগ গ্রামের ছোয়াব মিয়ার ছেলে হাবিবুর রহমান, (২৫) নবীগঞ্জ খনকারি পাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে রিপন মিয়া (২৮)।
Leave a Reply