October 4, 2024, 11:29 am

যেকোনো নিবার্চনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিএনপি-খোকন

সময় ডেস্ক ॥ আসন্ন সিটি নিবার্চনের বিষয় নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি এমন্তব্য করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সিটি নিবার্চনে বিএনপি অংশ নেবে কিনা তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, যেকোনো নিবার্চনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে বিএনপি।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন বিএনপি জনগণের দল। জনগণের সর্মথন নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গিয়েছে। তাই বিএনপি যেকোনো নিবার্চনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ডিসিসি ও সিসিস নির্বাচনে বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হলে তা চ্যালেঞ্জ হিসেবে নেবে বিএনপি।

এর আগে রাত ৮টা ১০ মিনিটে ফুলের তোড়া নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশান কার্যালয়ে যান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত দুই নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.