,

শায়েস্থাগঞ্জ রেল কলোনী থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্থাগঞ্জ রেল কলোনী থেকে মাদক সম্রাট ইদ্রিস মিয়াকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১টার সময় শায়েস্থাগঞ্জ থানার এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে উক্ত পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সে দাউদনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইদ্রিস ভারত থেকে মাদক এনে হবিগঞ্জ জেলাসহ বিভিন্নস্থানে পাচার করছে। গতকাল রবিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর