,

কাগাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জের সিমান্তবর্তি বানিয়াচং উপজেলার কাগাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রথীন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মনসুর আহমদ চৌধুরী ও মোঃ কামরুজ্জামান চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারভেজ আহমদ চৌধুরী, সিরাজুল হক, অমল দাশ, চয়ন দাশ। এ সময় সামছিয়া আক্তার, হাসিনা বেগম, মিতালী দাশ, পিংকা দাশসহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর